আজকাল ওয়েবডেস্ক: তিন দিন ধরে লাগাতার বৃষ্টি, জলে ভাসছে শহর। ডুবে গিয়েছে সর্বত্র, আরও বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। বৃষ্টির জেরে বাতিল ২০ টিরও বেশি ফ্লাইট। 

 

 

রাতভর বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার জগদীশ জি সোমবার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হল। শুধু স্কুল নয়, বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ডিগ্রি কোর্স স্নাতকোত্তর, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই প্রতিষ্ঠানগুলিকে। 

 

 

সোমবার রাতে ইয়েলাহাঙ্কা সহ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয় সেইসব ছবি। তাতে দেখা যায়, রাস্তা সহ আন্ডারপাস জলের তলায়। এর ফলে বহু গাড়ি রয়েছে জলের তলায়। 

 

 

ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, মঙ্গলবার বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। রিপোর্ট বলছে সোমবার, পশ্চিম বেঙ্গালুরুর কিছু অংশে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। 

 

 

এই দুর্যোগের আবহে সতর্ক বিমানবন্দর। শুধু বাতিল নয়, কিছু ফ্লাইটের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এবং চারটি ইন্ডিগোর ফ্লাইট চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে বিমানবন্দরের তরফে। 

 

 

 

বেঙ্গালুরু প্রশাসন, সরকারি ছুটি ঘোষণা করেছে। বাসিন্দাদের দরজা, জানলা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। সম্ভব হলে বাইরে বেরোনোর ক্ষেত্রেও বারণ করা হয়েছে।