আজকাল ওয়েবডেস্ক: এআই দিয়ে কী না হয়! এবার এআই টুল দিয়ে রুটি গোল হচ্ছে কি না তাও পরীক্ষা করা যাবে! সে রকমই অ্যাপ বানিয়ে ফেললেন এক যুবক। মুহূর্তেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  

 


সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, অনিমেষ চৌহান নামে এক যুবক এই কাণ্ডটি ঘটিয়েছেন। প্রযুক্তি এবং ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন ফুটে উঠেছে এই এআই টুলের মধ্যে দিয়ে। যিনি ওই এআই টুলটি বানিয়েছেন তিনি আইআইটি খড়গপুরে পড়াশোনা করেছেন। 

 

 

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, গোল রুটি বানানো এক বিশেষ ধরণের শিল্প। কীভাবে তাঁর তৈরি এআই টুল রুটি গোল হয়েছে কি না তা পরীক্ষা করার সেই ছবিও শেয়ার করেছেন। তাঁর সেই পোস্ট ইতিমধ্যেই ৪২০টি লাইক পেয়েছে। পোস্ট এতটাই ভাইরাল হয়েছে, গুগলে রোটি মেকার বলে সার্চ করলে ওই ছবিই সামনে আসছে। কেউ কেউ মজা করে এমনও বলেছেন আমেরিকার আছে চ্যাটজিপিটি, চীনের আছে ডিপসেক অথচ আমাদের আছে রোটিমিটারডটএআই। 

 

 

ওই ব্যক্তির বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন অনেকে। যদিও তিনি সেই দাবি নস্যাৎ করে দিয়ে জানিয়েছেন, কে বলেছে এই প্ল্যাটফর্ম শুধুমাত্র মেয়েদের জন্য। যদি কেউ সেটা ভাবেন তাহলে তিনি ভুল করছেন। তিনি তাঁর দৈন্যতা প্রমাণ করছেন আর কিছুই না।