আজকাল ওয়েবডেস্ক:‌ স্টার্টআপগুলিতে ইন্টার্নশিপ অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম তো রয়েছেই। কিন্তু সেভাবে পারিশ্রমিক মেলে না।


বেঙ্গালুরু ভিত্তিক একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সোশ্যাল মিডিয়ায় শহরের স্টার্টআপগুলিতে ইন্টার্ন সংস্কৃতির ভয়াবহ বাস্তবতা নিয়ে কথা বলেছেন। যা প্রায়শই তাদের প্রতিষ্ঠাতাদের বা তাদের মূল্যায়নের কারণে শিরোনামে চলে আসে। তার পোস্টে তিনি প্রতিষ্ঠাতাদের প্রাপ্ত বেতন এবং ইন্টার্নদের ভাতার মধ্যে যে বড় পার্থক্য রয়েছে সেটাই তুলে ধরেছেন। 

 


নিজের লিঙ্কডইন পোস্টে তিনি আরও বলেছেন যে কীভাবে ইন্টার্নদের কাজের মূল্যায়ন সেভাবে করাই হয় না। দেওয়া হয় না স্বীকৃতিও। ওই প্রতিষ্ঠাতার কথায় ‘‌বেঙ্গালুরু টেক লাইফ এর প্রতিষ্ঠাতা মাসে অন্তত ৫ লক্ষ টাকা বেতন পান। আর ইন্টার্ন পান ১৫ হাজার টাকা। এমনকী প্রতিষ্ঠাতা রাত ২ টোয় ভয়েস মেসেজ পাঠান। বলা হয় ‘‌ভাই জরুরি সমাধান প্রয়োজন।’‌ ইন্টার্ন দ্রুত কাজ করলেও শেষে বলা হয় ‘‌তোমার দ্রুত কাজ করার মানসিকতার অভাব আছে।’‌

 

 

আরও পড়ুন:‌ দুর্যোগ কাটতে না কাটতেই ফের হাজির হচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি 


তিনি আরও উল্লেখ করেছেন এই বৈষম্য দিন দিন বাড়ছে। এই পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ শোরগোল ফেলেছে। বেশিরভাগ ব্যবহারকারীই পোস্টের বক্তব্যের সমর্থন করেছেন। এক জন বলেছেন, ‘‌এটা একদম যুক্তিসঙ্গত কথা।’‌ আর এক জন বলেছেন, ‘‌এটা বরাবর হয়ে আসছে। যারা বেশি কাজ করেন তারা কম বেতন পান।’‌ আর এক জন বলেছেন, ‘‌জানি না এই সিস্টেম আর কতদিন চলবে।’‌ আর এক জন বলেছেন, ‘‌এই ইন্টার্নরাই একদিন বড় হয়ে সবাইকে চমকে দেবে।’‌