আজকাল ওয়েবডেস্ক: এবার তোলাবাজির অভিযোগ খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে। অভিযোগ, তিনি নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির হয়ে টাকা তুলেছেন। এ কাজ করতে এমনকী তিনি ব্যবহার করেছেন ইডি এবং আয়কর দপ্তরকেও। গুরুতর অভিযোগে বেঙ্গালুরর কোর্ট অর্থমন্ত্রীর বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে।
 
 একটি বেসরকারী সংস্থা জনাধিকার সংঘর্ষ সংগঠনে -এর সহ সভাপতি আদর্শ আইয়ার অর্থমন্ত্রী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন তোলাবাজির। তাঁর দায়ের করা আবেদনের ভিত্তিতে শুক্রবার শুনানি চলাকালে এই আদেশ দেন বিচারপতি। ওই আবেদনে ইডি, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান জেপি নাড্ডা, কর্ণাটক বিজেপি প্রধান বিজয়েন্দ্র এবং প্রাক্তন বিজেপি সাংসদ নলিন কুমার কাতিলের নামও রয়েছে। আদর্শের অভিযোগ, প্রভাবশালী অনেকেই এই জুলুমবাজির সঙ্গে জড়িত। 
 
 তবে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই পুলিশ অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে কি না এবং পারলেও রাষ্ট্রপতির অনুমতি ছাড়া তদন্ত চালাতে পারে কি এই বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে, বিজয়েন্দ্রের ক্ষেত্রে, যেহেতু তিনি একজন বিধায়ক তাই এই অনুমোদনটি কর্ণাটকের রাজ্যপালের কাছ থেকে আসতে হবে নিয়মানুযায়ী।
 
 ইলেক্টোরাল বন্ড স্কিমটি ২০১৭ সালে ফাইন্যান্স ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে চালু করা হয়েছিল। ২০২৪ এর ফেব্রুয়ারি এটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে নির্বাচনী বন্ড বাবদ কোন দল ব্যবসায়ী এবং শিল্প সংস্থাগুলির কাছ থেকে কত টাকা করে টাকা পেয়েছে তার তালিকা প্রকাশ করে এসবিআই। যাতে দেখা যায় সব মিলিয়ে বিজেপি ৬০৬১ কোটি টাকা, তৃণমূল ১৬১০ কোটি টাকা এবং কংগ্রেস ১৪২২ কোটি টাকা চাঁদা পেয়েছে নির্বাচনে বন্ডের মাধ্যমে। বিরোধীদের অভিযোগ ছিল এই বন্ডকে কাজে লাগিয়ে নির্বাচনে সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি। 
এদিন আদালত জানায়, শুধু নির্মলা সীতারামন নয়, অন্য সঙ্গীদের বিরুদ্ধেও দায়ের করতে হবে এফআইআর। আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে পুলিশকে।
