আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই এড়ায় না নজর। বেঙ্গালুরু নাম ঘিরে এবার বিতর্ক। গাড়ি চলাচলের জন্য রাস্তায় থাকে সাইনবোর্ড। যা পথ নির্দেশিকা ঠিক করে। এবার সন্ধান পাওয়া গেল এমনই এক সাইনবোর্ডের যেখানে দু’ধরণের নাম লেখা বা বলা ভাল বানান লেখা। সবচেয়ে মজার এই দু’ধরণের অবস্থানের জন্য দিকনির্দেশ একই ছিল। সেই নাম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
এই কাণ্ডটি ঘটেছে বেঙ্গালুরুতে। এয়ারপোর্ট রোডের ঘটনা। বেঙ্গালুরু নামের বানান দু’জায়গায় দু’রকম লেখা। এক জায়গায় bengaluru অন্য জায়গায় bangaluru। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জলঘোলা। সম্প্রতি এক ব্যক্তি এর ছবি তুলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেই এক নেটিজেন মন্তব্য করেছেন, এটি মারাত্মক ভুল। এটি দেখে অনেকেই প্রভাবিত হতে পারেন। লোকের পুরো বিষয়টি গুলিয়ে যেতে পারে।
অন্য একজন ব্যবহারকারী জানিয়েছেন, প্রতিটি লেনের জন্য রাস্তায় আলাদা ডিভাইডার রয়েছে। যাতে কোনও মানুষ পথ না হারিয়ে ফেলেন। কিন্তু এই ধরনের দু’রকম বানানের ফলে খুব দক্ষ লোকও পথ হারিয়ে ফেলবেন। তাঁরা বিভ্রান্ত হয়ে যাবেন। এখনও পর্যন্ত ওই ভিডিওটি প্রায় ৪০ হাজারের বেশি ভিউ হয়েছে।
