আজকাল ওয়েবডেস্ক: টাকা রোজগার করতে সবাই চায়। বড়লোক হতে কে না চায়। কিন্তু তাই বলে এই উপায়ে? কঠোর পরিশ্রম করে বছরের পর বছর লেগে যায় কোটিপতি হতে। আর এই যুবক মাত্র ২১ বছরেই হয়ে গিয়েছে কোটিপতি।
সাধারণত ২১ বছর বয়সে লেখাপড়া শেষ করে রোজগারের উপায় খোঁজে যুবক–যুবতীরা। সেখানে এই বয়সেই বিলাসবহুল জীবনযাপন। যা দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল আসল সত্য।
কলকাতা থেকে ২১ বছরের এক যুবককে সম্প্রতি গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অল্প বয়সেই এই যুবকের বিলাসবহুল জীবনযাপন অনেককে তাক লাগিয়ে দিয়েছিল। পুলিশেরও এই বিষযটি নজর এড়ায়নি। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক খুব অল্প বয়সেই ডিজিটাল জগৎ সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিল। বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে চাকরিও পেয়েছিল। কিন্তু বেতন তার পোষায়নি। এরপরই সে পা রাখে অপরাধ জগতে। সাইবার ক্রাইমে পোক্ত হয়ে ওঠে সে। খারাপ সঙ্গ ওই যুবককে অপরাধ জগতে ঠেলে দেয়। প্রতারকদের দলে ভিড়ে সাইবার ক্রাইম, স্টক মার্কেটে হেরাফেরি শুরু করেছিল সে। ২৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।
