আজকাল ওয়েবডেস্ক: স্থগিত হয়ে গেল চলতি মাসের দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবারের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ফলে খানিকটা স্বস্তিতে ফিরল আমজনতা।  


 ২৪ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। সেই ধর্মঘট প্রত্যাহার করা হল।  শুক্রবার ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে ইউএফবিইউ।  ধর্মঘট সংক্রান্ত দাবি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, এই ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হল।

 


শুক্রবার ইউএফবিইউ-র তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেই বৈঠকে আলোচনা ফলপ্রসু হয়েছে। সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং চালু রাখা এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। তা নিয়ে অর্থ মন্ত্রকের থেকে সদর্থক আশ্বাস মিলেছে। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে আবারও এবিষয়ে বৈঠক হবে।

 

 

 ব্যাঙ্ক ধর্মঘট আগামী এক থেকে দুই মাস স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্কের সমস্ত স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা এবং সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক চালু রাখার মতো একগুচ্ছ দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছিল।

 


যদি দুদিন ধরে ধর্মঘট হত তাহলে সেখানে সবথেকে বেশি সমস্যায় পড়তেন গ্রাহকরা। খাতায় কলমে দুদিনের ধর্মঘট হলেও আসলে চারদিন ধরে বন্ধ থাকত ব্যাঙ্ক। ফলে শনিবার থেকে টানা চারদিন ধরে বন্ধ থাকত সমস্ত কাজ। মাসের প্রায় শেষের দিকে এই চারদিন ধরে যদি ব্যাঙ্কের কাজ বন্ধ করে দেওয়া হত তাহলে সেখানে বিরাট সমস্যায় পড়তে হত গ্রাহকরা। তাই আগে থেকেই অনেকে সতর্ক হয়ে নিজেদের কাজ গোছানোর বিষয়টি নিয়ে তৈরি ছিলেন। তবে এবার ধর্মঘট প্রত্যাহারের ফলে স্বস্তি ফিরল গ্রাহকদের মধ্যে।