আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় ফটোশপ শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর অ্যাথেইস্ট কৃষ্ণ নিউমোনিয়ায় সম্প্রতি মারা গিয়েছেন। খবর অনিযায়ী তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর শুনে অনুরাগীরা শোক প্রকাশ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ইনফ্লুয়েন্সারদের পক্ষ থেকে শোকবার্তা ভেসে এসেছে।

সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কৃষ্ণ নিউমোনিয়ায় ভুগছিলেন। ফুসফুসে জল জমে গেছিল৷ একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, কৃষ্ণ তাঁকে মেসেজ করে জানিয়েছিলেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর ফুসফুসে জল জমেছে। তাঁর অপারেশন দরকার। খবর অনুযায়ী কৃষ্ণ লিখেছিলেন, 'আমি বাঁচলে সেটা একটা অলৌকিক ব্যাপার হবে।'  বুধবার ঐ ব্যবহারকারী কৃষ্ণের ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পান যে কৃষ্ণ আর নেই।

অন্য এক পোস্টে এক ব্যবহারকারী লেখেন, 'ভোরে জেগে শুনলাম কৃষ্ণ মারা গিয়েছেন। তিনি এই প্ল্যাটফর্মে আমার দেখা সবচেয়ে সদয় মানুষের একজন ছিলেন। ১০ জুলাই তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ এবং তাঁর তৎক্ষণাৎ অপারেশনের দরকার। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই ভুগছিলেন।' 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, অ্যাথেইস্ট কৃষ্ণ মূলত ওড়িশার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে থাকতে শুরু করেন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি নাচের স্পুফ ভিডিওর মাধ্যমে ভাইরাল হন। ভিডিওটি নিজেই প্রধানমন্ত্রী টুইটারে (সোশ্যাল মিডিয়ায়) শেয়ার করেছিলেন।

আরও পড়ুনঃ জোর করে গাড়িতে তুলে প্রথমে নির্জন জায়গায় নিয়ে গেল, এরপর চলল লাগাতার ধর্ষণ, হকি কোচের বিরুদ্ধে তরুণী যা

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, 'আপনাদের মতো আমিও নিজেকে নাচতে দেখে খুব উপভোগ করেছি। নির্বাচনের মৌসুমে এমন সৃজনশীলতা সত্যিই আনন্দদায়ক!'

খবর অনুযায়ী, ভিডিওটিতে মোদির চেহারা সুপার ইম্পোজ করা হয়েছিল আমেরিকান র‍্যাপার লিল ইয়াচির একটি স্টেজ পারফরম্যান্সের ভিডিওতে। মূল ভিডিওটি আসে ঠিক তার কিছুদিন পর। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটি স্পুফ ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে ঘটনার জেরে এক্স ব্যবহারকারীদের নোটিশ পাঠানো হয়েছিল।

কৃষ্ণের মৃত্যুতে শোক প্রকাশ করে রাজনৈতিক ভাষ্যকার ও লেখক আনন্দ রঙ্গনাথন বলেন, 'কৃষ্ণ এক অসাধারণ প্রতিভা ছিলেন। তাঁর অনেক কাজের মধ্যে এটি আলাদাভাবে চোখে পড়ে। হাসির মধ্যে দিয়ে একটি বার্তা পৌঁছে দেয়। বিদায় বন্ধু।'

আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও কৃষ্ণের প্রশংসা করেন। তিনি বলেছিলেন, তাঁর অসাধারণ কাজ মানুষের মুখে হাসি ফোটায়। তিনি কৃষ্ণের উদ্দেশে বলেন, 'আমি আপনার একটি মিম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখিয়েছিলাম এবং উনিও তা দেখে হাসলেন। আপনি আপনার পরিষ্কার ও সৎ হাস্যরস দিয়ে মানুষকে হাসিয়ে যান। প্রচুর আশীর্বাদ পাবেন। চালিয়ে যান।'

ওই একই পোস্টে উত্তেজিত হয়ে কৃষ্ণ পালটা উত্তর দেন, 'ওয়াও! এটা আমার টুইটার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। ধন্যবাদ অক্ষয় কুমার স্যার।' সামাজিক মাধ্যমে অনেক সেলিব্রেটি ও ইনফ্লুয়েন্সার কৃষ্ণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।