আজকাল ওয়েবডেস্ক: সংসদ ভবনের নিরাপত্তা নেই। ফলে গণতন্ত্র বিপর্যস্ত। বুধবার সংসদ ভবনে দুই ব্যক্তির প্রবেশ নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই ঘটনা প্রমাণ করে সংসদ ভবনের নিরাপত্তা নেই। দেশের গণতন্ত্র বিপন্ন। লোকসভার স্পিকার ওম বিড়লা যেন অবিলম্বে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। কিভাবে সংসদ কক্ষে ধৃতরা এই ধরণের একটি কাজ করল সেদিকে অবিলম্বে নজর দেওয়া হোক। সংসদের জিরো আওয়ারে যেভাবে এই ঘটনা ঘটল তাতে নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উঠে যাচ্ছে। সংসদের বাইরে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছেও হলুদ স্মোক বোমা ছিল। পুলিশ সূত্রে খবর, সংসদের বাইরে থেকে যাদের ধরা হয়েছে তারা দাবি করেছেন কোনও ধরণের সংগঠনের সঙ্গে তারা যুক্ত নয়। তবে তাদেরকে গ্রেপ্তার করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
