আজকাল ওয়েবডেস্ক: বাথরুম থেকে টেনে হিঁচড়ে বের করে নাবালিকাকে চরম যৌন নির্যাতনের অভিযোগ তার পিসেমশাইয়ের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার অভিযোগ পেয়ে ৫০ বছর বয়সি ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে অসমের কাছাড় জেলায়। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে কাঠিগোড়া এলাকায় যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে। সেখান থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। 

 

পুলিশ জানিয়েছে, সেদিন সন্ধেয় বাথরুমে স্নান করতে ঢুকেছিল নাবালিকা। আচমকা তাকে বের করে টেনে হিঁচড়ে বাড়ির অদূরের একটি জমিতে নিয়ে যায় পিসেমশাই। সেখানে তার জামাকাপড় ছিঁড়ে দিয়ে যৌন নির্যাতন করে। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খানিকক্ষণ পরেই পরিবারের সদস্যরা দেখতে পান, নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। সে সময় তার পরনে ছিল ছেঁড়া জামাকাপড়। 

 

পরিবার পুলিশকে জানিয়েছে, প্রথমে সে কোনও কথাই বলতে পারেনি। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মাকে যৌন নির্যাতনের ঘটনাটি জানায়। রবিবার রাতে থানায় নির্যাতিতার পিসেমশাইয়ের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।