আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওতে একটি ভাইরাল ভিডিও সর্বত্র শোরগোল ফেলেছে। একটি হাউজিংয়ের ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি অতি সহজেই কৃত্রিম বৃষ্টি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তার এই কাজ দেখে সকলেই তার তারিফ করেছেন। 


এমনিতেই এখানে বাতাসের গুনগত মান খুবই খারাপ থাকে। সেখানে এই ব্যক্তি নিজের বুদ্ধি দিয়ে বাড়ির ছাদ দিয়েই কৃত্রিম বৃষ্টি করেছেন। তার কাজ সফল হবে তিনি ভাবেননি। তবে দিনের শেষে তিনি হাসির মুখ দেখেছেন।


যে হাউজিংয়ের মধ্যে তিনি থাকতেন সেখানকার ছাদ থেকেই তিনি এই কৃত্রিম বৃষ্টি করিয়েছেন। তার এই কাজের ফলে সেখানকার বাতাসের পরিবেশ খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। এই বৃষ্টির জেরে সেখানতার বাতাসে দূষণের পরিমান অনেকটা কমেছে। ফলে গোটা সোসাইির বাসিন্দারাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।


প্রথমদিকে সকলে ভেবেছিলেন হয়তো এটি সফল নাও হতে পারে। তবে তাদের সেই ধারণা পরে ভুল প্রমাণিত হয়। শীতের সময় এই এলাকায় যে পরিমানে দূষণ তৈরি হয় সেখানে তার করা এই কাজটি নেটদুনিয়াতে বাহবা পেয়েছে। তার ভিডিও শেয়ার করে অনেকে বলেছেন, কেন সরকার এই ধরণের পদক্ষেপ গ্রহণ করছে না। তাহলেই তো সহজে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যায়।

 


অন্যজন বলেছেন, বিষয়টি এতটাই সহজ ছিল যে এবার প্রতিটি হাউজিং সোসাইটি একে অনুসরণ করতে পারে। পরিবেশকে রক্ষা করার এর থেকে ভাল উপায় আর নেই। আরেকজন লিখেছেন, যেভাবে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেখান থেকে সরকার শিক্ষা গ্রহণ করতেই পারে। তাহলে বেশি সমস্যা তৈরি হবে না। অতি সহজেই সবাই এই দূষণের হাত থেকে মুক্তি পাবে।