আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করতে ইতিমধ্যেই ইতিমধ্যেই আরও সন্তানধারণের পরামর্শ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডু। তাঁর দেখানো পথেই হাঁটলেন দলের সাংসদ আপ্পালা নায়ডু। তাঁর ঘোষণা, তৃতীয় সন্তানের জন্ম দিলে মহিলাদের পুরস্কৃত করা হবে। মেয়ে সন্তান হলে ৫০ হাজার টাকা এবং ছেলে সন্তান হলে একটি করে গরু দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, তাঁর বেতন থেকেই এই পুরস্কার দেওয়া হবে।

আপ্পালার এই প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টিডিপি নেতা-কর্মীরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপ্পালার ভিডিওটি পোস্ট করেছেন। টিডিপি নেতাদের মতে, রাজ্যের মহিলারা তাঁর এই প্রস্তাবকে বিপ্লবী বলে প্রশংসা করছেন। সাংসদের এই ঘোষণার প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রীও।

গত শনিবার বিজয়নগরমের রাজীব স্পোর্টস কম্পাউন্ডে নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন আপ্পালা। মার্চের শুরুতে দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, বয়স্ক জনসংখ্যা রাজ্যের উন্নতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। যেখানে উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিতে জনসংখ্যার গড় বয়স কম। এর সমাধান হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিবর্তে দীর্ঘমেয়াদি জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবারই চন্দ্রবাবু ঘোষণা করেছেন, রাজ্যে সন্তানপ্রসবের সময় সমস্ত মহিলা কর্মচারীর জন্য সন্তানসংখ্যা নির্বিশেষে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশম জেলার মারকাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। এর আগে দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত। এখন থেকে সন্তানসংখ্যা নির্বিশেষে সব প্রসূতিই মাতৃত্বকালীন ছুটি পাবেন।