আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের অমৃতসর। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান, থেরওয়াল এবং তালওয়ান্দি ঘুমান- এই পাঁচটি গ্রামে ভেজাল মদের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই একাধিক সর্বভারতীয় সংবাদ সংস্থা।
জানা গিয়েছে, আশেপাশের গ্রাম- ভুল্লার, ট্যাংরা এবং সান্ধার বাসিন্দারাও একই ভেজাল মদ পান করেছিলেন। বমি-সহ অসুস্থতার একাধিক লক্ষণ দেখা দিয়েছে তাঁদেরও।
জানা গিয়েছে, অসুস্থ আরও কয়েকজন। অন্তত ছ’ জন ওই মদ পান করে ভর্তি হাসপাতালে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, অমৃতসরের ডেপুটি কমিশনার ১৪জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গেই জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনায় সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিন্দর সিং পৌঁছেছেন ঘটনাস্থলে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম মদ সরবরাহকারী প্রভজিৎ সিং। অমৃতসর পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ন’ টা নাগাদ তারা ভেজাল মদের কারণে মৃত্যুর খবর পায়।
