আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা৷ সদ্যোজাত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসছিলেন মা। কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। তাঁদেরকে মাঝপথেই নামিয়ে দেয় অ্যাম্বুলেন্সের চালক৷ সন্তানকে নিয়ে মাঝপথে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন মহিলা, তাঁর মা ও শাশুড়ি। অনেক্ষণ ধরে চেষ্টা করেও কোনও উপায় পান নি তাঁরা। এরপর প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফেরেন সকলে। এই ঘটনা জানাজানি হতেই হুলুস্থুল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরের। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়ছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পালঘরের আমলা গ্রামের ওই মহিলা সবিতা ভয়াবহ প্রসবযন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, তিনি মাখোড়া গ্রামীণ হাসপাতালে ১৯ নভেম্বর ভর্তি হয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এরপর ২৪ নভেম্বর মহিলাকে ছেড়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতাল থেকেই একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন সবিতা। মহিলার অভিযোগ বাড়িতে পৌঁছে দেওয়ার আগেই চালক জানিয়ে দেন তিনি আর যেতে পারবেননা৷ এই নিয়ে তাঁদের মধ্যে চরম বচসাও হয়। অ্যাম্বুলেন্স চালক সবিতাদের মাঝপথে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান৷ শেষে হেঁটেই দু কিলোমিটার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন সবিতা৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে হুলুস্থুল। এলাকায় বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা৷ জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে এই ঘটনার খবর পৌঁছতেই তিনি তদন্তের নির্দেশ দেন। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
