আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। আহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
তবে কীভাবে হল এই দুর্ঘটনা। এনডিটিভি সূত্রে খবর মিলেছে তারা এবিষয়ে বেশ কয়েকটি সম্ভাবনার কথা সামনে তুলে ধরেছেন। সেখানে তারা কথা বলেছিলেন প্রাক্তন সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনাগরের সঙ্গে। তিনি জানিয়েছেন, যেভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে অনুমান করা হচ্ছে বেশ কয়েকটি পাখির সঙ্গে হয়তো বিমানের ইঞ্জিনের ধাক্কা লাগতে পারে। এরফলে বিমানের দুটি ইঞ্জিন কার্যত অচল হয়ে পড়ে। টেকঅফ হয়তো সঠিকভাবেই হয়েছিল তবে সেখানেই হঠাৎ করে হয়তো সমস্যা তৈরি হয়। তিনি বিশ্বাস করেন, এই ধরণের ঘটনা তখনই হতে পারে যখন ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং এরপরই বিমানটি আর আকাশে উঠতে পারেনি। যদিও গোটা বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে বলেও জানিয়ে দেন তিনি। পাইলটের মিডডে কল সেই বার্তাকেই বহন করেছে। বেশ কয়েকটি পাখির আঘাত হয়তো লাগতে পারে বিমানে। ফলে সেখান থেকেই এই দু্র্ঘটনা ঘটে থাকতে পারে।
বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকারও। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।
ডিজিসিএর তরফে জানানো হয়েছে, টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। সমস্ত উড়ান পরিষেবা আপাতত স্থগিত।
