আজকাল ওয়েবডেস্ক: বিয়ের জন্য মেয়ে চাই। মেয়ে খুঁজছেন তিনি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স থেকে প্রথম হয়েছেন যুবক। বর্তমানে করছেন অ্যানাস্থেশিয়ায় এমডি। কিন্তু বিয়ের জন্য পণ হিসেবে দাবি করলেন ৫০ কোটি টাকা। শুনে চোখ কপালে উঠলেও এই কাণ্ড ঘটিয়েছেন কৃতী ছাত্র। যা ছড়াতেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 
 সম্প্রতি এক মহিলা এই ঘটনাটির কথা সর্বসমক্ষে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়েছেন, ২০২৪ সালে কী করে একজন টপার এই কাণ্ড ঘটাতে পারেন। মহিলা জানিয়েছেন, তাঁর এক বন্ধুর সঙ্গে ঘটেছে এই ঘটনা। সেই মহিলা রাজি হননি পণের শর্তে। যে মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তিনি লিভার ট্র্যান্সপ্ল্যান্ট নিয়ে উচ্চস্তরে পড়াশোনা করছেন। 
 
 জানা গিয়েছে তেলেগু ওই মহিলারা দুই বোন। একজনের কাছ থেকে এত টাকা পণ নেওয়া হলে বাবা মায়ের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাবে। তাঁর ছোটো বোন আছে। তাঁর কী হবে?  বলেও দাবি তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই তির্যক মন্তব্য ভেসে আসতে থাকে। কেউ বলেন একজন ডাক্তার হয়ে কী করে কেউ এত টাকা পণ চাইতে পারে। কারও আবার বক্তব্য, এই আধুনিক যুগে এসে কী করে কোনও মানুষ এই কাণ্ড ঘটাতে পারে। আবার কেউ এই ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। সবচেয়ে লাইক পড়েছে যে কমেন্টে তাতে লেখা, এইভাবে পণ না চেয়ে অন্তত সমমানসিকতার কাউকে খুঁজুন তাতে জীবনে শান্তি পাবেন।    
