আজকাল ওয়েবডেস্ক: আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য এবং দেশ, তখনই দিল্লি এইমস-এর চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিকিৎসকের নাম রাজ ঘোরিয়া। বয়স ৩৪। বাড়ি গুজরাটের রাজকোট। তবে থাকতেন দিল্লিতেই। দিল্লি এইমস এর নিউরোসার্জন। দিল্লি পুলিশ জানিয়েছে গৌতম বুদ্ধ নগরে, নিজের বাড়িতেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মৃত্যুর কারণ আত্মহত্যা। অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। 

 

 

তাঁর মৃত দেহের পাশেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। তবে চিকিৎসক মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি, চিঠিতে, তেমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। সঙ্গেই ওই বাড়িতে বেশকিছু ওষুধ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের কাছে রবিবার দুপুরে এই আত্মহত্যার খবর পৌঁছয় বলে জানিয়েছে।