আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে ছয় রাউন্ড গুলি ছুড়ল জামাই। গুজরাটের আহমেদাবাদে আবার চাঞ্চল্য। স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়ার পর শ্বশুরবাড়ির বাইরে পরপর গুলি চালাল এক ব্যক্তি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বিজয় চার রাস্তার কাছে সুভাষ সোসাইটিতে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত রাহুল সোনির সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ চলছিল। রাগের মাথায় সোনি সটান চলে যান শ্বশুরবাড়ি, অর্থাৎ সুভাষ সোসাইটির ১৬ নম্বর বাংলোর সামনে। এরপরই তিনি একটি রিভলভার এবং ১২-বোর আগ্নেয়াস্ত্র থেকে মোট ছয় রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি একটি গুলি বাংলোর ভেতরের চত্বরে এবং একটি গেটের কাছে ছোড়েন। বাকি চারটি গুলি ছোড়া হয় আশপাশে। গুলির শব্দে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যদিও গুলি লেগে কেউ আহত হননি। তবে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে, পারিবারিক বিবাদের জেরে দিল্লিতে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার ভোরে মৌজপুর এলাকায় এক ব্যক্তি নিজের স্ত্রীকে তাঁর বুটিকের ভেতরেই খুন করেন বলে অভিযোগ। প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন যে, স্ত্রী-র সঙ্গে তাঁর প্রচণ্ড ঝগড়া শুরু হয়েছিল। সেই ঝগড়া চরমে উঠলে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত ২ টো নাগাদ পুলিশ একটি ফোন পায়। জানতে পায়, একটি দোকানের শাটার আংশিক খোলা ও ভেতরে এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।
ঘটনার জেরে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দেখে মহিলা অচেতন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলা বুটিক চালাতেন। এই ঘটনার সময় তিনি দোকানে একাই ছিলেন।" তদন্তে জানা গিয়েছে, মৃতের মোবাইল ফোনটি নিখোঁজ। এতেই পুলিশের সন্দেহ বাড়ে। এরপরই মহিলার স্বামী সতীশ ওরফে অশোককে জিজ্ঞাসাবাদ শুরু হলে তিনি স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন।
