নিতাই দে, আগরতলা: অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে করে গাঁজা পাচার করতে গিয়ে আটক ২ পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধারে সাফল্য ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশের। উদ্ধার প্রায়  চার কোটি টাকার গাঁজা। 


সোমবার সকাল চুরাইবাড়ি থানার সামনে অসম অভিমুখী ১২ চাকার লরিটিকে কর্তব্যরত পুলিশ দাঁড় করিয়ে তল্লাশি চালায়। লরিতে থাকা দশটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে সেলোটেপ দিয়ে মোড়ানো ৯৬ প্যাকেটে ৯৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। 

গাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত ছিলেন পুলিশ সুপার-সহ মহকুমা পুলিশ আধিকারিক। এদিকে উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক চার কোটি টাকা হবে বলে জানিয়েছেন চোরাই বাড়ি থানার ওসি খোকন সাহা। আটক করা হয় লরি চালক আওদেশ কুমার ও সহ-চালক প্রমোদ কুমারকে। ইতিমধ্যে ধৃত চালক ও সহ চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 
ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে এবং এই বিপুল গাঁজা কোথায় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, গোটা পাচারকাণ্ডে আর কে বা কারা জড়িত? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দু’ জনকে। সে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী নেশা মুক্ত ত্রিপুরা বানাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।