আজকাল ওয়েবডেস্ক: অনেকেরই বিয়ের সম্পর্ক টেঁকে না। তার অবধারিত পরিণতি দুটো মানুষের আলাদা হয়ে যাওয়া। আইনত বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর যে যার মতো আলাদা জীবন যাপন করেন, সাধারণত এটাই দেখা যায় সব জায়গায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সন্ধান পাওয়া গেল এমন এক ব্যক্তির যিনি ধুমধাম করে তাঁর বিবাহবিচ্ছেদ উদযাপন করছেন। তাও আবার প্রাক্তন স্ত্রীয়ের ম্যানিকুইন নিয়ে। অবাককরা ঘটনাটি হরিয়ানার। 

 

 

ভাইরাল হয়েছে সেই ভিডিও। সাধারণত বিবাহবিচ্ছেদের উদযাপন বিদেশে দেখা গেলেও ভারতে -এর নজির নেই। ভারতে মূলত, ব্যাচেলর পার্টি, বিয়ে পরর্বতী বিভিন্ন ফটোশুটের অনুষ্ঠান হয়ে থাকে। জানা গিয়েছে, মনোজিত নামে ওই ব্যক্তি কোমল বলে এক মহিলাকে ২০২০ সালে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি। এই বছরই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। দু'জনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মনোজিৎ এক পার্টি দেন। ভাইরাল হয় সেই পার্টির ছবিই। তিনি তাঁর বিচ্ছেদকে স্মরণীয় করে রাখতে পার্টিতে রেখেছিলেন একটি ম্যানিকুইন। যেটি তাঁর প্রাক্তন স্ত্রীয়ের আদলে তৈরি। গোটা পার্টিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিয়ের ছবি, বিয়ের তারিখ এমনকী বিবাহ বিচ্ছেদের তারিখও। সেদিন কেক কেটে নিজের কাছের মানুষদের সঙ্গে মনোজিৎ উদযাপন করেন বিবাহ বিচ্ছেদকে বা বলা ভাল নিজের নতুন স্বাধীন জীবনকে। 

 


এখানেই শেষ নয়, এদিনের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে ওই ম্যানিকুইনের সঙ্গে হাসিমুখে পোজ দিতে। অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু মানুষ এই ছবি দেখে উচ্ছ্বসিত হয়েছেন। কিছুজনের অবশ্য বক্তব্য, একটা সম্পর্কে থাকতে গিয়ে কতোটা হতাশা থাকলে একজন মানুষ বিবাহ বিচ্ছেদের পরে এমন কাণ্ড করতে পারেন।