আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ উপকূল ফ্রেজারগঞ্জ থেকে ভারতে ফেরত আশা লঞ্চ কে বেআইনি পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড। গোপন গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড স্টেশন একটি সফল অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা ‘লক্ষ্মীনারায়ণ’ কে আটক করে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাচালানি সুপারি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বোর্ডিং দল নির্দিষ্ট সমুদ্র এলাকায় পৌঁছয়। সেখানে নৌকাটিকে পরিত্যক্ত অবস্থায় ভাসতে দেখা যায়। তৎক্ষণাৎ কোস্টগার্ডের সেনারা লঞ্চ বা বড় নৌকাটিকে ঘিরে ধরে এবং তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৫২টি বস্তা সুপারি উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২,৬০০ কিলোগ্রাম।

আটক করা নৌকা ‘লক্ষ্মীনারায়ণ’ (রেজিষ্ট্রেশন নম্বর: IND WB DS MM 9460)-কে পরে নিরাপদে ফ্রেজারগঞ্জে এনে বেনফিশ ফিশিং জেটিতে নোঙর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌকা ও উদ্ধারকৃত চোরাচালানি সামগ্রী ফ্রেজারগঞ্জ কোস্টাল পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় পূর্বাঞ্চল সেনা বিভাগ (ইস্টার্ন কমান্ড)। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক সীমান্তে দেশবিরোধী চক্র ও পাচারকারীদের রুখতে অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এই ঘটনায় স্পষ্ট, পাচার রুখতে সমুদ্রপথে নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় কোস্ট গার্ড—আর তাতেই একের পর এক সাফল্য আসছে উপকূলজুড়ে ভারতীয় সেনার।