আজকাল ওয়েবডেস্ক: নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠানের। ইতিমধ্যেই ওই ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

নার্সিং ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কাইসারবাগ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক, নার্সিং ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন বলে অভিযোগ। সেই অছিলায় বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই ইন্টার্ন। সম্প্রতি ছাত্রীটি যখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখন অভিযুক্ত তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ছাত্রীটির বেশ কিছু ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় বলেও ছাত্রীটি পুলিশে অভিযোগে জানিয়েছে।

গত পনেরো দিনে এই সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানে এটি দ্বিতীয় এ ধরণের ঘটনা। এর আগে পশ্চিমবঙ্গ থেকে আসা এক মহিলা চিকিৎসক তাঁর সহকর্মীর বিরুদ্ধে 'লাভ-জিহাদ-এর অভিযোগ এনেছিলেন। ওই ঘটনায় অভিযোগ ছিল, বিয়ের আগে তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সময় ভুক্তভোগী মহিলা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ঘটনার অভিযুক্ত চিকিৎসকও বর্তমানে পলাতক।