আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন আগেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল হরিয়ানার নুহ। সেই সংঘর্ষ থামার পরেই, ফের উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মসজিদের কাছে পাথর নিক্ষেপে আহত হয়েছেন অন্তত ৮ জন মহিলা। পুলিশ জানিয়েছে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। ঠিক কী ঘটেছিল সেখানে? স্থানীয় পুলিশ জানিয়েছে, একদল মহিলা একটি কুয়োয় পুজো করার উদ্দেশে যাচ্ছিলেন। ওই মহিলার দল মসজিদের কাছে আসার সঙ্গে সঙ্গেই আচমকা কয়েকজন তাঁদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করে। কে বা করা এই কাজ করেছেন, তা এখনও নিশ্চিত ভাবে যায়নি। পুলিশ খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ তিনটি শিশুকে চিহ্নিত করে তাদের হেফাজতে নিয়েছে। একটি এফআইআরও রুজু হয়েছে।