আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার দাপটে মাত্র ৫৫ ওভারেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে খুব স্বচ্ছন্দে ছিলেন না দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। প্রথম থেকেই একটু নড়বড়ে দেখায় তরুণ বাঁ হাতিকে। ১২ রান করে মার্কো জ্যানসেনের বলে আউট হন। ব্যাকফুটে খেলতে গিয়ে বল ব্যাটে লেগে স্ট্যাম্পে লাগে। মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম।‌ যশস্বী নিজেও বিশ্বাস করতে পারেননি। সবে মাত্র হাত খুলতে শুরু করছিলেন। ২৭ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনটে বাউন্ডারি। প্রথম থেকেই যশস্বীকে আউট করার চেষ্টায় ছিলেন জ্যানসেন। শুরুতেই ভারতীয় ওপেনারকে ফেরাতে সক্ষম হন।

যশস্বীর এইভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি গৌতম গম্ভীর। ড্রেসিংরুমেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন। জয়েসওয়াল উইকেট ছুড়ে দেওয়ার মুহূর্তে টিম ইন্ডিয়ার হেড কোচকে ধরে ক্যামেরা। বিরক্তি প্রকাশ করতে দেখা যায় গম্ভীরকে। তার আগে দিনটা ছিল বুমরার। মাত্র ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে পিচে বাউন্স ছিল। কিন্তু প্রথমদিকে যথেষ্ট ভাল ব্যাট করে প্রোটিয়ারা। একসময় বিনা উইকেটে ৫৭ রান ছিল। সেখানে বাকি ১০২ রানের মধ্যে অলআউট। বুমরার দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়াই টার্নিং পয়েন্ট। তারপরই তাসের ঘরের মতো ভেঙে পরে দক্ষিণ আফ্রিকার ইনিংস। মিডল অর্ডার ডাহা ব্যর্থ। টেস্ট ক্রিকেটে ১৬বার পাঁচ উইকেট নিলেন তারকা পেসার। তাঁকে যোগ্য সঙ্গত দেন কুলদীপ যাদব। তুলে নেন জোড়া উইকেট। শুরুতে সাফল্য না পেলেও, শেষপর্যন্ত জোড়া উইকেট তুলে নেন মহম্মদ সিরাজও। ১৫৯ রানে শেষ প্রোটিয়াদের ইনিংস। ভারতের বিরুদ্ধে তাঁদের দ্বিতীয় সর্বনিন্ম প্রথম ইনিংস স্কোর। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান টিম ইন্ডিয়ার। ক্রিজে আছেন কেএল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর।