আবু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে। নিলামে ১০টি দল ২৩৭.৫৫ কোটি টাকা নিয়ে নামবে। কার ঝুলিতে রয়েছে কত টাকা?
2
10
কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৬৪.৩ কোটি টাকা।
3
10
নিলামে চেন্নাই সুপার কিংস ৪৩.৪ কোটি টাকা নিয়ে নামবে।
4
10
সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ২৫.৫ কোটি টাকা।
5
10
লখনউ সুপার জায়ান্টসের হাতে ২২.৯৫ কোটি টাকা।
6
10
দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে ২১.৮ কোটি।
7
10
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬.৪ কোটি টাকা নিয়ে নামবে।