আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা মধ্য প্রদেশে। এক মন্দিরে দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল অন্ততপক্ষে আটজন শিশুর। আহত একাধিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে। রবিবার সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। মন্দিরের এক কোণায় বসে মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুরা। আচমকাই মন্দিরের একাংশের দেওয়াল হুড়মুড়িয়ে ধসে পড়ে। তাতেই চাপা পড়ে একাধিক শিশু।

জানা গিয়েছে, মন্দিরের দেওয়ালগুলি ৫০ বছরের পুরনো। দীর্ঘদিন সেগুলো মেরামত করা হয় না। এদিন বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে বিপত্তি ঘটে। বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজন শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।