শীতকাল এলেই অনেকের যেমন পা বা ঠোঁট ফাটে, তেমনই নাকের পাশ থেকে চামড়াও ওঠে। কখনও আবার সর্দি হওয়ার পর নাকের পাশ থেকে চামড়া ওঠে। একবার এই সমস্যা দেখা দিলে চট করে যেতে চায় না। কিন্তু এটার মোকাবিলা একেবারেই ঘরোয়া উপায়ে করা সম্ভব।
2
7
রাতে ঘুমানোর আগে নাকের চারপাশে ভাল করে অলিভ ওয়েল লাগান। অথবা নারকেল তেলেও একই কাজ হবে। পরদিন সকালে একটা তুলো দিয়ে আলতো ভাবে নাকের চারপাশটা মুছে নিন। মৃত কোষ তাতে উঠে যাবে।
3
7
যাঁদের ত্বক ভীষণ ড্রাই হয়, তাঁদের শীতকাল এলেই নাকের পাশ থেকে চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ভাল করে ময়েশ্চরাইজার, যা আপনার ত্বকে স্যুট করে সেটা ব্যবহার করুন।
4
7
কেবল ড্রাই স্কিন নয়, অনেকের আবার ওয়েলি টি-জোন হয়। নাকের দুই পাশ থেকে অতিরিক্ত তেল নির্গত হয়, নাকের দুই পাশ তৈলাক্ত হয়ে থাকে। তাঁদেরও কিন্তু এটার জন্য নাকের পাশ থেকে চামড়া উঠতে পারে। সেক্ষেত্রে দিনে অন্তত ৩-৪ বার ভাল করে মুখ ধুয়ে ক্রিম লাগানো উচিত।
5
7
সপ্তাহে ২-৩ দিন স্ক্রাবিং করুন। স্ক্রাবিং করলে মৃত কোষ দূর হয়। বাজার চলতি স্ক্রাব ব্যবহার করতে পারেন, অথবা কফি পাউডার এবং দই মিশিয়ে নাকের দুই পাশে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করলেই মৃত কোষ উঠে যাবে।
6
7
অ্যালোভেরা জেল এই ক্ষেত্রে খুবই উপকারী। মুখ ধুয়ে নাকের দুই পাশে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন।
7
7
ত্বক শুষ্ক হয়ে গেলে চামড়া ওঠার মতো সমস্যা দেখা দেয়। শীতকালে জল খাওয়াও কম হয়। কিন্তু সেটা করলে হবে না। ত্বককে আর্দ্র রাখা প্রয়োজন। তাই পর্যাপ্ত পরিমাণে জল খান।