একটা সময় যে প্রেমের হাত ছেড়ে এসেছিলেন স্বেচ্ছায়, জীবনের শেষ ভাগে এসে সেই প্রেমের কাছে ফিরতে দেরি করে ফেললেন কী অঞ্জন দত্ত? নাকি তাঁর সেই ভালবাসার ডাকে সাড়া দেবেন মমতা শঙ্কর? অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে আসছে সপ্তাশ্ব বসুর ছবি 'দেরি হয়ে গেছে'। এদিন প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার।
ট্রেলারে দেখা যাচ্ছে কলেজের রিইউনিয়নে এসেছে ঋষি (অঞ্জন দত্ত)। দেখা হয় পুরনো বন্ধুদের সঙ্গে। জমে আড্ডা। কথায় কথায় জানা যায় তিনি পুলিশে কর্মরত ছিলেন। ছিলেন এনকাউন্টার স্পেশালিস্ট। রিইউনিয়নে এসেই জানতে পারেন তাঁর প্রাক্তন প্রেমিকা সংঘমিত্রার (মমতা শঙ্কর) কথা।
ঋষির এক বন্ধু জানায় সংঘমিত্রার স্বামী মারা গিয়েছে। সে এখন বোলপুরে একটি হোমস্টে চালায়। সেই বুদ্ধি দেয় ঋষিকে সেখানে যাওয়ার জন্য, এবং বলে এবার যেন একা না ফেরে। কথা মতো সেখানে যায় ঋষি। তবে নিজের নামে নয়। আসল নাম গোপন করে অন্য পরিচয়ে মুখোমুখি হয় প্রাক্তন প্রেমিকার। কিন্তু অতীতে যে ভুল করেছিল ঋষি, সেটা ক্ষমা করে কি বার্ধক্যে ফিরে যাবে সংঘমিত্রা? না ফিরিয়ে দেবে? কেনই বা সংঘমিত্রার হাত ছেড়ে দেয় সে, কেনই বা নিজে বিয়ে করে না- এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। শেষ পর্যন্ত কে কার কাছে দেরি করে ফেলবে যেতে, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে।
১৯৮২ সালে প্রথমবার 'খারিজ' ছবিতে একত্রে কাজ করেছিলেন মমতা শঙ্কর এবং অঞ্জন দত্ত। আবারও তাঁদের সেই পুরনো ম্যাজিক যেন ধরা দিল এই ছবির ট্রেলারে। অসমাপ্ত প্রেমের কাহিনির ঝলক প্রকাশ্যে আসতেই যে তা নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে 'দেরি হয়ে গিয়েছে'। ছবির ঝলকে উঠে এসেছে সোনাঝুড়ি হাট, শান্তিনিকেতনের টুকরো ছবি। ছবিটির প্রযোজনা করেছেন সপ্তর্ষি সেন, ডক্টর উদয় মোদী এবং শুভদীপ (পিকে)। ছবির গল্পের ভাবনা সপ্তর্ষি সেন এবং অপলা চৌধুরীর। অর্ণব ভৌমিক এবং এম রানা এই ছবির সংলাপ লিখেছেন।
মমতা শঙ্করের আরও একটি কাজ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। দীর্ঘদিন পর তিনি আবারও স্ক্রিন ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। তাঁদের একত্রে শেষবার 'উৎসব' ছবিতে দেখা গিয়েছিল। সেই ছব্র জন্য নাসিফা আলিকে বেছে নেওয়া হলেও অভিনেত্রীর অসুস্থতার কথা ভেবে, তাঁর জায়গায় মমতা শঙ্করকে নেওয়া হয়েছে।
