সদ্যই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি 'দে দে পেয়ার দে ২। বক্স অফিসে ভালই সাড়া পাচ্ছে এই ছবি। আর তার মধ্যেই এদিন এক হাড় হিম হওয়া অভিজ্ঞতার স্মৃতি ভাগ করে নিলেন কাজলের বেটার হাফ। জানালেন 'দে দে পেয়ার দে ২' ছবিতে তাঁর চরিত্রটি যেমন ভয়ডরহীন, তেমনভাবেই বাস্তবেও তিনি একবার স্কাইডাইভিং করতে গিয়েছিলেন। আর তাতেই যেন প্রায় মৃত্যুকে চাক্ষুষ করেন।
একটি সাক্ষাৎকারে আর মাধবন জানান, 'ও প্লেন থেকে ঝাঁপ দিয়েছিল, স্কাইডাইভিং। তাও কোনও প্র্যাকটিস ছাড়াই। একটা ছবিতে ও এটা করেছিল।' সেই কথার রেশ ধরেই অজয় তাঁর বাস্তব জীবনে ঘটা এক অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান স্কাইডাইভিংয়ের ট্রেনিং নিতে গিয়ে কী ঘটেছিল।
অজয় বলেন, 'আমি যখন ওখানে গিয়েছি, দেখলাম একজন উপর থেকে পড়ে গেলেন। ওঁর প্যারাশুট খোলেনি। আমার চোখের সামনেই মারা যান সেই ব্যক্তি। আর তারপরের জন আমিই ছিলাম।' অতীতের স্মৃতি হাতড়ে ঘটনাটা বলতে গিয়েও ফ্যাকাশে হয়ে যান অজয়। তাঁর গলা কাঁপতে শুরু করে।
প্রসঙ্গত অজয় দেবগনের সঙ্গে এই ঘটনা সেই জায়গাতেই ঘটেছিল যেখানে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওরও একই রকম অভিজ্ঞতা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অজয় জানান, 'একই ঘটনা ঘটেছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গেও। কিন্তু ওঁর পরপরই ওঁর ট্রেনার ঝাঁপ দেন, এবং ওঁকে বাঁচিয়ে নেন।'
কেবল এই ঘটনাই নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ জানান, এই ছবির সেটে অজয়ের একটি ‘মজা’ তাঁকে এমন অবস্থায় ফেলেছিল যে মুহূর্তে মনে হয়েছিল— এই বোধহয় জীবনের শেষ দিন! ঘটনাটি ঘটেছিল হোলির সময়, যখন তিনি অজান্তেই ভাঙ মেশানো খাবার খেয়ে ফেলেছিলেন। জাভেদ বলেন, 'অজয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। বয়সে ছোট হলেও ও খুবই ভদ্র ছেলে, চুপচাপ থাকে। কিন্তু দারুণ দুষ্টুমি করে, মানুষকে ভয় দেখাতে খুব ভালোবাসে। আমাকেও বাদ দেয়নি। ও আমার খাবারে ভাঙ মিশিয়ে দিয়েছিল। আর এদিকে তো আমি না ধূমপান করি, না মদ খাই। ওই সময় হোটেলে মহাশিবরাত্রি উপলক্ষে অনেক আয়োজন ছিল। প্রচুর খাবার ছিল, আমি খেয়েছিলামও পেট ভরে। কারও সঙ্গে এরপর কোনও গভীর বিষয়ে কথা বলছিলাম। হঠাৎই অদ্ভুত লাগতে শুরু করল। বললাম, ‘কিছু একটা সমস্যা হয়েছে, আমাকে ঘরে যেতে হবে।’ মনে হচ্ছিল যেন অন্ধকার গহ্বরে পড়ে যাচ্ছি। সহকারীকেও ডেকে বললাম স্ত্রীর সঙ্গে কথা বলাতে — যেন শেষ ইচ্ছা জানাচ্ছি! মিজানকেও (ছেলে) ফোন করেছিলাম, কারণ বুঝতেই পারছিলাম না কী হচ্ছে আমার সঙ্গে।' পরে তিনি জানতে পারেন যে অজয় তাঁর সঙ্গে মজা করেছেন।
'দে দে পেয়ার দে ২' প্রসঙ্গে বলতে গেলে, এই ছবিটির গল্প সেখান থেকেই শুরু হয়েছে যেখানে 'দে দে পেয়ার দে' -এর প্রথম ভাগ শেষ হয়েছিল। বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও কীভাবে একে অন্যের প্রেমে পড়েন, এবং তারপর কী ঘটে সেটাই এই ছবিতে উঠে এসেছে। অজয়ের বিপরীতে ছবিতে আছে রকুলপ্রীত সিং। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঈশিতা দত্ত, টাবু, আর মাধবন, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অংশুল শর্মা। লাভ রঞ্জন লিখেছেন গল্পটি। ভূষণ কুমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন।
