কনসার্ট চলাকালীন গায়ক-গায়িকাদের নানা অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়। কখনও অরিজিৎ সিংয়ের হাত ধরে হেঁচকা টান দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তো কখনও বিশৃংখলার কারণে অসুস্থ হয়ে পড়েছেন শ্রেয়া ঘোষাল, হারিয়েছেন জ্ঞান। তবে সম্প্রতি ভারতে গান গাইতে এসে বিপাকে পড়েন আমেরিকান গায়ক একন। রীতিমত হেনস্থা করা হয় তাঁকে এদিন।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, ভারতের বেঙ্গালুরু শহরে কনসার্ট চলাকালীন আমেরিকান গায়ক একনের প্যান্ট ধরে রীতিমত টানাটানি করছেন দর্শক, শ্রোতারা। আর সেই ভিডিও আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরই নিন্দায় সরব হয়েছে নেটপাড়ার একাংশ।
একন এদিন গান গাইতে গাইতে একদম মঞ্চের সামনে চলে আসেন। তাঁর পরনে ছিল সাদা রঙের শার্ট এবং প্যান্ট। গলায় ছিল সোনালি হার। মঞ্চের একদম কাছে যে দর্শকরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা কেউ কেউ এই তারকাকে একবার ছোঁয়ার চেষ্টা করেন। হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। আবার কেউ কেউ উত্তেজনার বশে গায়কের প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেন। আর তার জেরেই অনেকটা নেমে আসে একনের প্যান্ট।
বারবার পরিস্থিতি সামাল দিয়ে গান গাওয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেন একন। কিন্তু তাও অনুরাগীরা তাঁর প্যান্ট ধরে টানতে থাকে। একটা সময় তাঁর প্যান্ট এতটা নেমে যায় যে তাঁর অন্তর্বাস পর্যন্ত দেখা যায়। গায়ক গান গাইতে গাইতেই কোনও মতে তা টেনে তোলেন। কিন্তু যতই অপ্রীতিকর ঘটনা ঘটুক গান গাওয়া থামাননি তিনি। একই সঙ্গে যাঁরা তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলেরই হাত ছোঁয়ার চেষ্টা করেন।
এদিন এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই গোটা বিষয়টাকে লজ্জাজনক মনে করেছেন। কেউ লেখেন, 'শালীনতা কি আমরা একেবারেই ভুলে গিয়েছি?' কারও মতে আবার, 'এই অসভ্যতাগুলো না করলেই হয় না?' এক ব্যক্তি লেখেন, 'এটা কী? ছিঃ ছিঃ! যেটা ঘটেছে সেটা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না।'
প্রসঙ্গত গত ৯ নভেম্বর ভারতে এসেছেন আমেরিকান গায়ক একন। ভারতীয় সফরে তাঁর একাধিক শো ছিল। যেদিন তিনি ভারতে আসেন, সেদিনই তিনি দিল্লি পৌঁছন। এরপরই ১৫ নভেম্বর তাঁর বেঙ্গালুরুতে কনসার্ট ছিল। একনের ভারত সফরের এটাই শেষ শো ছিল। আর তাতেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটল।
