আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রায়গড় জেলার তামনার তহসিলের মুদাগাঁও ও সরাইটোলা গ্রামে মাত্র দু’দিনে (২৬ ও ২৭ জুন) কাটা হয়েছে অন্তত ৫,০০০ গাছ। মহারাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা MAHAGENCO-র জন্য আদানি গোষ্ঠী পরিচালিত গারে পলমা সেক্টর-২ কয়লাখনির জন্য এই উজাড় অভিযান চালানো হয় বলে স্থানীয় মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন।

এই খনিটি তৈরি করতে মোট ২,৫৮৩ হেক্টর জমি অধিগ্রহণ করা হচ্ছে, যার মধ্যে প্রায় ২১৫ হেক্টর বনভূমি। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ১৪টি গ্রাম ও প্রায় ১,৭০০ পরিবার। ২৬ জুন সকালে প্রতিবাদকারী গ্রামবাসী, লেখিকা ও পরিবেশকর্মী রিঞ্চিন সহ ৭ জনকে অবৈধভাবে আটক করে স্থানীয় পুলিশ। পুলিশ, বনদপ্তর ও আদানি কর্মীদের যৌথ নজরদারিতে জোরপূর্বক গাছ কাটা শুরু হয়।

স্থানীয় অধিকার সংগঠন CAJE-র দাবি, এই বনভূমির একটি বড় অংশ কমিউনিটি ফরেস্ট, যা গ্রামসভা পরিচালিত এবং বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী গ্রামবাসীদের সংরক্ষণের অধিকার রয়েছে। অথচ কোনো গ্রামসভা থেকে NOC ছাড়াই বন ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (NGT) ২০২৪ সালের জানুয়ারিতে পূর্ববর্তী পরিবেশ ছাড়পত্র বাতিল করেছিল। কিন্তু পরিবেশ মন্ত্রক সেই বাতিল হওয়া জনসুনবির ভিত্তিতেই নতুন ছাড়পত্র দেয় ওই বছরের আগস্টে।

নতুন ছাড়পত্রের বিরুদ্ধে আবার মামলা চলছে NGT-তে। এদিকে পুলিশি নজরদারিতে গাছ কাটা অব্যাহত, নারী-পুরুষ মিলে প্রতিবাদ জানালেও সরকার ও প্রশাসন নির্বিকার।