আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল বন্ধু একটি অটো-রিকশায় চড়ে ব্যাঙ্গালোরের একটি পাঁচতারা হোটেলে পৌঁছেছেন। ঘটনাটি ঘটেছে যে ডব্লিউ ম্যারিওট বেঙ্গালুরু-তে (JW Marriott Bengaluru Prestige Golfshire Resort & Spa)। এটি সাধারণত বিলাসবহুল গাড়ি ও উচ্চবিত্ত অতিথিদের আগমনের জন্য পরিচিত। সেক্ষেত্রে এমন এক ব্যতিক্রমী প্রবেশের মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় এটি নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। দেখা গিয়েছে,  অটোতে বসা এক যুবক ভিডিওটি ধারণ করেছে। ভিডিওর শুরুতে দেখা যায়, অটোটি হোটেলের প্রধান দরজায় পৌঁছেছে। তখন হোটেলের নিরাপত্তা গেট নামানো ছিল। নিরাপত্তারক্ষীরা শুরুতে তাঁদের প্রবেশে আপত্তি জানান, কারণ এমন একটি সাধারণ যানবাহনে আগমন এই ধরণের হোটেলে বিরল।

এহেন পরিস্থিতিতে যুবকেরা আগেই জানতেন যে এমন কিছু বাধা আসতে পারে। তাই তাঁদের মধ্যে একজন যুবককে বলতে শোনা যায়, 'খোল দো ভাইয়া (গেট খুলে দিন ভাই)।' এরপর অপর একজন হোটেলের রুমের চাবি দেখিয়ে বলেন, 'রুম হ্যায় অন্দর (ভিতরে আমাদের রুম রয়েছে)।' পরে নিরাপত্তারক্ষী বিষয়টি যাচাই করে গেট খুলে দেন এবং অটোটি হোটেলের অভ্যন্তরে প্রবেশ করে।

অটো হোটেলের মেন দরজা দিয়ে ভিতরে যাওয়ার সময় যুবকদের হাসিঠাট্টা করতে শোনা যায়। একজন মজা করে বলেন, 'অডি, মার্সিডিজ লাগি হ্যায় ( সামনে অডি আর মার্সিডিজ গাড়ি দাঁড়ানো আছে)।'  ভিডিওটি শেয়ার করা হয় এই ক্যাপশনসহ, 'দ্য মোস্ট কনফিডেন্ট ফাইভ স্টার অ্যারাইভাল এভার'  (The most confident 5-star arrival ever)। 

আরও পড়ুনঃ প্রবল বর্ষার তাণ্ডব! হিমাচলে জনজীবন ক্রমে বিপর্যস্ত, মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৬১, বিচ্ছিন্ন বহু এলাকা

এই ভিডিও ইতিমধ্যেই তিন মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে ভিডিওতে। কেউ কেউ এটিকে মজার বলে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এমন ‘আত্মবিশ্বাসী’ প্রবেশকে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, 'সব চার-চাকার গাড়ির মর্যাদা শেষ, যখন তিন-চাকা মাঠে নামে।' আবার একজন বলেন, 'প্রিমিয়াম এন্ট্রি!' আরেকজন মজার ছলে লেখেন, 'এখানে অটো না, ওরাই ছিলেন আসল তারকা।'

পাশাপাশি ভিডিওটি একাধিক বিতর্কও উস্কে দিয়েছে। কেউ কেউ বলেন, 'ভদ্রভাবে অটো চড়াও যায়, কিন্তু এরা সেটা করেনি।' আরেকজন মন্তব্য করে বলেন, 'এটা গাড়ির ব্যাপার না, ব্যবহারের ব্যাপার। ভদ্রভাবে আচরণ করলে আপনাকে যেকোনও গাড়িতে ঢুকতে দেবে। আমি নিজেও অটোতে গেছি এবং কেউ কিছু বলেনি। কিন্তু আপনি অশালীন হলে মার্সিডিজেও সন্দেহ করা হবে।'

আরও পড়ুনঃ ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ি! নাগরিক দায়িত্বহীনতার দৃশ্য স্পষ্ট, ভিডিও ভাইরালে চমকে উঠেছে সবাই ...

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ভারতের সামাজিক শ্রেণিবৈষম্যের আলোচনাকেও তুলে ধরেছে। বছরের শুরুতে থাইরোকেয়ার-এর প্রতিষ্ঠাতা ডঃ এ. ভেলুমনি একটি গল্প শেয়ার করেন। সেখানে একজন অটোচালকের ছেলে আইআইটি হায়দরাবাদ-এ পড়ার কথা বলেন। কিন্তু পাশাপাশি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে সেই অটোকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনা একাধারে পরিশ্রম, স্বপ্নপূরণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জটিলতাকে তুলে ধরে।