আজকাল ওয়েবডেস্ক: বাইরে প্রবল তুষারপাত। হাড়কাঁপানো ঠান্ডা থেকে স্বস্তি পেতে ঘরের মধ্যে গ্যাস হিটার জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাড়ির সকলে। সারারাত বন্ধ ঘরে গ্যাস হিটার জ্বালিয়ে ঘুমাতে যাওয়াই হল কাল। দমবন্ধ হয়ে মৃত্যু হল এক পরিবারের পাঁচজনের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। পুলিশ জানিয়েছে, বদ্ধ ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক দম্পতি ও তাদের তিন সন্তানের। গতকাল রাতে তুষারপাতের মাঝে ঘরের মধ্যে গ্যাস হিটার জ্বালিয়ে ঘুমাতে গিয়েছিলেন তাঁরা। সকালে ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁদের উদ্ধার করেন প্রতিবেশীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আরও জানিয়েছে, দম্পতি বারমুলার বাসিন্দা। শ্রীনগর জেলার পন্দ্রেথান এলাকায় ভাড়া বাড়িতে কিছুদিন ধরে থাকছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। প্রবল ঠান্ডার মাঝে গ্যাস হিটার, রুম হিটার ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলপিজি হিটার থেকে কার্বন মনোক্সাইড নিঃসৃত হয়। ফলে বদ্ধ ঘরে অক্সিজেনের পরিমাণ কমে আসে। এর থেকেই ঘটে বিপত্তি।
