আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে শাহী স্নান সারতে সুদূর ভিন দেশ থেকে ছুটে এসেছিলেন। বিশেষ তিথিতে স্নান সেরে দেশে ফেরার পথেই ঘটল বিপত্তি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজন বিদেশি নাগরিকের। আহত আরও একাধিক। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে। পুলিশ জানিয়েছে, গাড়িতে ন'জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই নেপালের বাসিন্দা ছিলেন। নেপাল থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় এসেছিলেন। মহাকুম্ভ থেকে ফেরার পথে মধুবনী বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাস্তায় কয়েকজন তরুণ বাইকে স্টান্ট দেখাচ্ছিলেন। বাইকে ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা দেয়। তারপর সেটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির সমস্ত জানলার কাঁচ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সেই দৃশ্য দেখেই বাইক স্টান্ট দেখানো তরুণরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। 

পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের শারীরিক অবস্থা বর্তমানে সঙ্কটজনক। নেপাল প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে।