আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিবারের পাঁচজন সদস্য। গাড়িটিকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি লরি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সকলের। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চিদাম্বরমে। বুধবার চেন্নাইয়ে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন ওই পরিবার। চেন্নাই থেকে ফেরার পথে চিদাম্বরমের একটি ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। 

 

দুর্ঘটনায় গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এরপরই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি কেটে পরিবারের সব সদস্যদের উদ্ধার করে। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছিল। পাঁচজনের মধ্যে একজন শিশু, দুইজন মহিলা ছিলেন। তাঁদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ব্রিজের উপর লরি রেখেই পালিয়ে যায় চালক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ।