আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে লং ড্রাইভে বেরিয়ে মর্মান্তিক পরিণতি পাঁচ বন্ধুর। দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন তাঁরা। কোনও মতে প্রাণে বাঁচলেন একজন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি গভীর হ্রদে ডুবে যেতেই ঘটে বিপত্তি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ইয়াদ্রি ভূবনগিরি জেলায়। পুলিশ সূত্রে খবর, গাড়ির যাত্রীরা হায়দরাবাদের এল বি নগর এলাকার বাসিন্দা ছিলেন। ছ'জনেই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে। একসঙ্গে পোচমপল্লিতে যাচ্ছিলেন। জালালপুরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

পুলিশ জানিয়েছে, ছ'জন বন্ধু মাঝরাতে লং ড্রাইভে বেরিয়েছিলেন। ভোররাতে পোচমপল্লি থানা এলাকায় রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়িটি সোজা গিয়ে পড়ে পাশের হ্রদে। সেই সময় গাড়ির দরজা ঠেলে একজন বেরিয়ে আসেন। বাকিরা গাড়িতেই আটকে পড়ায়, জলে ডুবে যান। 

ভোরবেলায় স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। দেহগুলি ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক। অথবা বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন চালক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, আসল কারণ কী, তার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।