আজকাল ওয়েবডেস্ক: গত তিনদিনে তৃতীয়বার। শনি, রবিবারের পর ফের সোমবার উপত্যকায় সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা। রবিবারের রাজৌরির ঘটনার পর, সোমবার কাঠুয়া। কাঠুয়া থেকে ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সপ্তাহের শুরুর দিনেই সেনা বাহিনীর কনভয়কে লক্ষ্য করে গ্রেনেড-গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা।

ভারতীয় সেনার ৯ কোর বাহিনীর টহলদারি চালানোর সময় বেলা সাড়ে ৩টা নাগাদ অতর্কিতে চলে হামলা। পরপর বাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড-গুলি। হামলায় ৫ জওয়ান শহিদ হয়েছেন। গুরুতর জখম আরও ৫জন। হামলার পরেই নিকটবর্তী জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। তাদের খোঁজে তল্লাশি চলছে এলাকায়। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মিথ্যে ভাষণ এবং আশ্বাস নয় ক্রমাগত এই সন্ত্রাস হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে হামলার ঘটনার উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, দফায় দফায় উত্তপ্ত উপত্যকা। গত কয়েকদিনে পরপর হামলায় অশান্ত ভূস্বর্গ।