আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের বোর্ড পরীক্ষার সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে। প্রশাসনিক কারণ দেখিয়ে বোর্ড ক্লাস ১০ ও ক্লাস ১২-এর একটি করে পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। এই পরীক্ষাগুলি ৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ড স্পষ্ট জানিয়েছে, এই দুটি পরীক্ষার তারিখ ছাড়া বাকি সমস্ত ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা আগের নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।


CBSE প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ বদলানো হয়েছে, যাতে পরীক্ষার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।


কোন পরীক্ষার তারিখ বদলেছে?
সংশোধিত সূচি অনুযায়ী, ক্লাস ১০-এর যে পরীক্ষা ৩ মার্চ ২০২৬ হওয়ার কথা ছিল, সেটি এখন অনুষ্ঠিত হবে ১১ মার্চ ২০২৬। অন্যদিকে, ক্লাস ১২-এর পরীক্ষার্থীদের জন্য আরও বড় পরিবর্তন এসেছে। ক্লাস ১২-এর ৩ মার্চের পরীক্ষা এক মাসেরও বেশি পিছিয়ে ১০ এপ্রিল ২০২৬ তারিখে নেওয়া হবে।


কোন কোন বিষয়ের পরীক্ষা পুনর্নির্ধারিত?
CBSE জানিয়েছে, ক্লাস ১২-এর ক্ষেত্রে ৩ মার্চ ২০২৬ নির্ধারিত যে পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে, সেটি হল লিগ্যাল স্টাডিজ। এই বিষয়টির পরীক্ষা এখন হবে ১০ এপ্রিল ২০২৬।


ক্লাস ১০-এর ক্ষেত্রে ৩ মার্চ নির্ধারিত বেশ কয়েকটি ভাষা ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার তারিখ বদলানো হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে—
তিব্বতি, জার্মান, এনসিসি, ভোটি, বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্প্যানিশ, কাশ্মীরি, মিজো, বাহাসা মেলায়ু এবং এলিমেন্টস অব বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি।
এই বিষয়গুলির পরীক্ষা এখন ১১ মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হবে।
অ্যাডমিট কার্ডে থাকবে নতুন তারিখ


বোর্ড জানিয়েছে, সংশোধিত ডেটশিট অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে এবং নতুন পরীক্ষার তারিখগুলি অ্যাডমিট কার্ডেও উল্লেখ থাকবে। অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর পরীক্ষার্থীরা সেখানে চূড়ান্ত তারিখ দেখে নিতে পারবেন।


এছাড়াও CBSE সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে, যাতে এই তথ্য দ্রুত ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানো হয়, যাতে প্রস্তুতিতে কোনও বিভ্রান্তি না থাকে।


পরীক্ষার্থীদের কী করা উচিত?
২০২৬ সালে CBSE বোর্ড পরীক্ষায় বসতে চলা ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে—
নতুন তারিখগুলি ভালো করে নোট করে রাখা
বাকি সব বিষয়ের জন্য আগের ডেটশিট অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাওয়া
নিয়মিত স্কুল ও CBSE-র অফিসিয়াল আপডেট খেয়াল রাখা