আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে আচমকা ভারতে জরুরি অবতরণ করে ব্রিটিশ যুদ্ধবিমান। কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫বি যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। তারপর থেকে জোরাল হতে থাকে প্রশ্ন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালেও ওই বিমান দাঁড়িয়ে রয়েছে ঠিক একই জায়গায়।
যুদ্ধবিমান অবতরণের পরেই জানা গিয়েছিল, ভারত মহাসাগরের উপর চক্কর কাটার সময়েই চালক বুঝতে পারেন, ফুরিয়ে আসছে বিমানের জ্বালানি। তখনই জরুরি অবতরণের জন্য সাহায্য চাওয়া হয় তিরুঅনন্তপুরম এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। যোগাযোগ করার পর, অনুমতি মিলতেই কেরলের বিমানবন্দরে জরুরি অবতরন করে এফ-৩৫বি।
ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটারটি যুক্তরাজ্যের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যা বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মহড়া দিচ্ছিল এবং সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া সম্পন্ন করেছে।উন্নত প্রযুক্তির এই বিমানকে কেন প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ারে নামানো যায়নি, কেনই বা তড়িঘড়ি নামানো হয়েছে ভারতে? তা নিয়ে প্রশ্ন ছিল একাধিক।
একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সন্দেহজনক যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কেরলের বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে এখনও। এইচএমএস প্রিন্স অফ ওয়েলস এয়ারক্র্যাফট ক্যারিয়ারে সেটিকে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে।
তবে, কোনও বিদেশী যুদ্ধবিমান ৪৮ ঘন্টার জন্য অন্য দেশের বিমান বন্দরে দাঁড়িয়ে থাকা বেশ অস্বাভাবিক বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষ করে যখন F-35 সবচেয়ে ব্যয়বহুল বিমান প্রোগ্রাম এবং অপারেশনাল সংখ্যার দিক থেকে বৃহত্তম পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার।
