আজকাল ওয়েবডেস্ক: বছরের প্রথম সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে গড়িয়ে পড়ল সেনার গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজন জওয়ানের। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের সকলের অবস্থাই সঙ্কটজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। এদিন সেনাবাহিনীর একটি গাড়ি সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে দুর্ঘটনার কবলে পড়ে। আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। বাঁক নিতে গিয়ে তখনই গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও সেনাবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। 

উল্টে যাওয়া গাড়ি থেকে দ্রুত জওয়ানদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের শ্রীনগরে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

প্রসঙ্গত, কাশ্মীরের পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনায় এর আগেও বহু জওয়ান প্রাণ হারিয়েছেন। গত বছর ২৪ ডিসেম্বর পুঞ্চ জেলায় ৩৫০ ফুট গভীল খাদে গাড়ি উল্টে পাঁচজন জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও পাঁচজন। এর দিন কয়েকের মধ্যে ফের দুর্ঘটনা ঘটল।