আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চার জন নকশাল। জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। নিহত নকশালদের প্রত্যেককে মিলিয়ে ধরলে তাদের ওপর ছিল মোট ১৭ লক্ষ টাকার পুরস্কার। এরা সকলেই দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে তিনজন ছিলেন অ্যাক্টিভ কমিটি মেম্বার (ACM) স্তরের এবং একজন পার্টি সদস্য ও কমান্ডার। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, জেলার রিজার্ভ গার্ড (DRG) বাহিনী বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

২৬ জুলাই সন্ধ্যায় অপারেশন চলাকালীন, নিরাপত্তা বাহিনী মাওবাদীদের গুলির মুখে পড়ে এবং দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এরপর দীর্ঘক্ষণ গুলির লড়াই চলতে থাকে। এনকাউন্টারের পর এলাকাটি ঘিরে রেখে বড় সংখ্যক অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এসএলআর, একটি ইনসাস রাইফেল, একটি .৩০৩ রাইফেল, একটি ১২ বোর বন্দুক, একটি বিজিএল লঞ্চার, একটি সিঙ্গল-শট অস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। পুলিশ সূত্রে ইতিমধ্যেই নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন প্লাটুন নম্বর ১০-এর অ্যাক্টিভ কমিটি মেম্বার হুঙ্গা, পুরস্কার ৫ লক্ষ। ছিলেন, লাখে প্লাটুন নম্বর ৩০-এর অ্যাক্টিভ কমিটি মেম্বার, পুরস্কার ৫ লক্ষ। ছিলেন, ভিমে, দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর আরও এক অ্যাক্টিভ কমিটি মেম্বার, পুরস্কার ৫ লক্ষ এবং নিহাল ওরফে রাহুল, পার্টি সদস্য ও ব্যুরোর কমিউনিকেশন টিমের প্রধানের দেহরক্ষী, পুরস্কার ২ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, অপারেশন এখনও শেষ হয়নি। এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে এলাকা থেকে বাকি নকশালদের খোঁজ পাওয়া যায়। নকশাল বিরোধী অভিযানের ক্ষেত্রে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, কিছুদিন আগে ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়।

সুকমার পুলিশ সুপারিনটেনডেন্ট কিরণ চবন জানান, কিস্তারাম থানা এলাকার অন্তর্গত একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী, নিষিদ্ধ মাওবাদীদের সন্ধানে অভিযান চালায়। অভিযোগ, এরপরই বাহিনীকে লক্ষ্য গুলির চালায় মাওবাদীরা। কিরণ চবন আরও জানান যে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের একটি অভিজাত ইউনিট)-এর সদস্যরা ওই অভিযানে ছিল। বিগত কয়েক মাস ধরেই ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই বছর ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ৮৩ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ৬৭ জন নিহত হয়েছেন বাস্তারের অন্তর্গত সুকমা-সহ সাতটি জেলায়।