আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড় থেকে গড়িয়ে নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। আরও দু'জন নিখোঁজ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার প্যাডার এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। তখনই পাহাড়ের গভীর খাদে উল্টে পড়ে গাড়িটি। গড়াতে গড়াতে নীচে নদীর ধারে পাথরের মাঝে আছড়ে পড়ে। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
স্থানীয়দের থেকে খবর খেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। গাড়ি থেকে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ দু'জনের মধ্যে একজন গাড়ির চালক। তাঁরা নদীতে ভেসে গিয়েছে বলেই পুলিশের অনুমান।
শনিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে দুর্ঘটনার কবলে পড়ে। আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। বাঁক নিতে গিয়ে তখনই গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। এই দুর্ঘটনায় চারজন জওয়ান নিহত হয়েছেন।
