আজকাল ওয়েবডেস্ক:‌ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। প্রাণ গেল চার জনের। ছয় জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর  রাতে ফিরোজাবাদের নৌসেরা এলাকায়।


বিস্ফোরণের জেরে বাজি তৈরির কারখানাটি প্রায় ভেঙে পড়েছে। তাই ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। আগ্রা রেঞ্জের আইজি দীপক কুমার জানিয়েছেন, ‘‌শিখোহাবাদ থানার অন্তর্গত একটি বাড়িতে বাজি মজুত করা হয়েছিল। সেখানেই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাড়িটির ছাদ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ১০ জন। ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চার জন ঘটনাস্থলেই মারা যান। আরও কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা উদ্ধারকাজ শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে।’‌ 


ফিরোজাবাদের জেলাশাসক রমেশ রঞ্জন জানিয়েছেন, ‘‌উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। জেলা হাসপাতালকে সতর্ক করা হয়েছে। চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, দমকল, বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’‌ এদিকে ঘটনার তদন্ত করছে পুলিশ। বাড়িটিতে বেআইনিভাবে বাজি তৈরি করা হত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।