আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন ধরেই বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন প্লেনে। শনিবার ৩৩টি প্লেনে বোমা রাখা আছে বলে উড়ো খবর আসে। ১৩ দিনে এই সংখ্যাটা প্রায় ৩০০ টিরও বেশি। তদন্তে উঠে আসে সামাজিক মাধ্যমেই বেশি ছড়িয়েছে বোমাতঙ্কের খবর।
কেন্দ্র সরকারের আইটি মন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়, এই খবর কোথা থেকে ছড়াচ্ছে তার খোঁজ নেওয়ার জন্য। তাতে দেখা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই খবর ছড়ানো হয়েছে। শনিবার যে সংস্থাগুলো বোমা হামলার খবর পেয়েছে তার মধ্যে ছিল, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্টারা। সঙ্গে সতর্ক হয়ে ওঠে বিমান মালিক কর্তৃপক্ষ। তল্লাশি চালানো হয়, যদিও কোনও বোমার খোঁজ পাওয়া যায়নি। এইরকমই এক ব্যক্তি ইমেলের মাধ্যমে বোমার খবর ছড়ায়। পুলিশ জানিয়েছে, দিল্লির উত্তমনগরের বাসিন্দা, শুভম উপাধ্যায় ইমেল করে জানিয়েছিলেন, বিমানে বোমা রাখা আছে। তদন্তে উঠে আসে ওই ব্যক্তি ১২ পাশ এবং বেকার।
পুলিশি জেরায় সে জানায়, লোকেদের মনোযোগ আকর্ষণের জন্য সে বিমানে বোমাতঙ্কের ইমেইল পাঠায়। ইতিমধ্যেই বিমান চলাচলের ক্ষেত্রে আরও কে বা কারা এই ভুয়ো আতঙ্ক ছড়াচ্ছে তা খতিয়ে দেখার জন্য মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৩(১) (ডি) ধারায়।
দিল্লী পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে, আশঙ্কার কোনও কারণ নেই। বিমানবন্দরে রয়েছে যথেষ্ট নিরাপত্তা। তাও কোনওরকম সন্দেহজনক কিছু দেখলে বিমানবন্দর কর্তৃপক্ষকে যেন জানানো হয়। প্রসঙ্গত দিল্লি পুলিশ সূত্রে খবর, গত দশ দিনে ১০০টিরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আটটি পৃথক মামলা দায়ের হয়েছে।
