আজকাল ওয়েবডেস্ক : বেকারদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন আইটি এবং হার্ডওয়ারে আরও ২৭ টি প্রতিষ্ঠান এবার যোগ হল। তিনি আরও বলেন, কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আইটি-হার্ডওয়ারের ক্ষেত্রে একটি নয়া স্কিমের অনুমোদন দিয়েছিলেন। এরফলে আরও আগ্রহী হয়েছে আইটি সংস্থাগুলি। এদের মধ্যে ২৩ টি প্রতিষ্ঠান তৈরি রয়েছে তাদের কাজের জন্য। বাকি ৪ টি প্রতিষ্ঠান তাদের কাজ ৯০ দিনের মধ্যে শুরু করে দেবে। এরফলে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। সরাসরি এখানে কাজ পাবেন ৫০ হাজার মানুষ। পরোক্ষভাবে কাজ পাবেন আরও ৫০ হাজার। ২ লক্ষ বেকারের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হবে। কেন্দ্রীয় বাজেটে এই কাজের জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ছোটো কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ কম দামে বাজারে নিয়ে আসাই এখন প্রধান টার্গেট। মেক ইন ইন্ডিয়ার কাজে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই জোর দিয়ে এসেছে। এবারেও তার ব্যতিক্রম হবে না, জানালেন বৈষ্ণব।
