আজকাল ওয়েবডেস্ক: বিকল হয়ে গিয়েছে আধুনিক মানের অগার মেশিন। তারপর থেকে হাতই ভরসা হয়ে উঠেছে উত্তরকাশীর টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যে। ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছানোর কিছু আগেই ভেঙে যায় ড্রিলিং মেশিন। যে কারণে একলাফে বেড়ে গিয়েছে উদ্ধারকার্যের সময়। দিল্লি থেকে দক্ষ শ্রমিক এনে ওপর থেকে পাহাড় কাটার কাজ চলছে। প্রায় ৬০ মিটার সুড়ঙ্গ খুঁড়ে পৌঁছতে হবে শ্রমিকদের কাছে। রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ মিটার কাটা হয়েছে সুড়ঙ্গ।

যদি আর কোনো বাধা না আসে তবে ওপর থেকে সুড়ঙ্গ খুঁড়ে বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছানো যাবে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সুড়ঙ্গ খোঁড়ার সঙ্গে সঙ্গে ৭০০ মিলিমিটার লম্বা একটি পাইপ ঢোকানো হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় সেনা। উদ্ধারকার্যে রয়েছে এনডিআরএফও। দু" সপ্তাহের ওপর একই জায়গায় আটকে রয়েছেন শ্রমিকরা। ড্রিলিং মেশিন ভেঙে যাওয়ার পর আরও সময় লাগছে। মানসিক ভাবে শ্রমিকদের সুস্থ রাখতে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মোবাইল ফোন, বোর্ড গেম। নিয়মিত তাঁদের সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা।