আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১৪ বছর। অথচ মাথা কাজ করে ক্যালকুলেটরের চেয়েও দ্রুত গতিতে। একদিনে ৬টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেছেন এই নাবালক। এই অপার বিস্ময় বালক কোথাকার জানেন? মহারাষ্ট্রের। 

 


গতবছর সবচেয়ে কম সময়ে ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল বার করে রেকর্ড গড়েছিল আরিয়ান শুক্লা। বিশ্বজুড়ে তাঁর পরিচয় হয়েছে 'হিউম্যান ক্যালকুলেটর কিড' নামে। এই বিপুল সাফল্যের পর তাঁকে দুবাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বরেকর্ড তৈরি করার জন্য। সেখানেও মাত্র একদিনে ছ'টি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে সে।  

 


আরিয়ান মাত্র ৩০.৯ সেকেন্ডে ১০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, ১ মিনিট ৯.৬৮ সেকেন্ডে ২০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল ১৮.৭১ সেকেণ্ডে বার করেছে সে। ১০ বার ২০ অঙ্কের সংখ্যাকে ১০ অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে সময় নিয়েছে মাত্র ৫ মিনিট ৪২ সেকেন্ড। এ ছাড়াও আরও দু'টি জটিল গাণিতিক সমাধান রেকর্ড সময়ে করেছে আরিয়ান। এবং সবই মনে মনে। 

 

 

সাফল্যের কারণ হিসেবে আরিয়ান জানিয়েছে, প্রতিদিন অনুশীলন করা প্রতিযোগিতার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা নিয়মিত অনুশীলন করে। একইসঙ্গে তাঁর বক্তব্য, যোগব্যায়াম এবং ধ্যান তাঁকে শান্ত এবং মনোযোগী থাকতে সাহায্য করে। 

 

 

উল্লেখযোগ্যভাবে, আরিয়ান বিশ্বব্যাপী সংগঠন গ্লোবাল মেন্টাল ক্যালকুলেটরস অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা বোর্ড সদস্যদের মধ্যে একজন। সংগঠনের ওয়েবসাইট অনুসারে, আরিয়ান মাত্র ছয় বছর বয়স থেকে গণিত অনুশীলন করছে এবং মাত্র ১২ বছর বয়সে জার্মানিতে বিশ্বকাপ জিতেছে। এঁর পাশাপাশি অতীতে অনেক আন্তর্জাতিক খেতাবও জিতেছে। একইসঙ্গে বিভিন্ন শাখায় বিশ্ব রেকর্ডও তৈরি করেছে এই বিস্ময় বালক।