আজকাল ওয়েবডেস্ক: মেলায় হুল্লোড়ের মাঝেই আচমকাই বিষাদের ছায়া। স্কুল শেষে মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছিল স্কুল পড়ুয়া। মাঝপথে আচমকাই ভেঙে পড়ে ওই জয়-রাইড। তাতেই কমপক্ষে ১৫ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুওয়া জেলায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক জনপ্রিয় মেলায় আচমকাই ভেঙে পড়ে বিরাট জয়-রাইড। নাগরদোলা ভেঙে কমপক্ষে ১৪ জন স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন ছাত্রী ও একজন ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে দু'জন ছাত্রী। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, নাগরদোলায় আগেই যান্ত্রিক ত্রুটি ছিল। অনেকেই এড়িয়ে গিয়েছিল সেটি। ঠিক মতো রক্ষণাবেক্ষণের অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে। 

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মহারাজ নো মেলো মেলায়। এই মেলা প্রাঙ্গণের আশেপাশেই একাধিক স্কুল রয়েছে। গত ছ'বছর ধরে মেলায় বিপুল ভিড় জমে। মূলত দুপুর, বিকেল নাগাদ স্কুল পড়ুয়ারাই মেলায় যায়। গভর্মেন্ট স্কুল অফ এক্সেলেন্সের পড়ুয়ারা সোমবার মেলায় গিয়েছিল। একসঙ্গে কয়েকজন মিলে নাগরদোলায় ওঠে। মাঝ পথেই ঘটে বিপত্তি। 

ময়ূরপঙ্খীর মতো ওই জয়-রাইড মাঝপথেই ভেঙে পড়ে। তাতেই আহত হয় স্কুল পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেকের হাড় ভেঙে গেছে। কারও মাথা ফেটে গেছে। কেউ বা হাতে, পায়ে গুরুতর চোট পেয়েছে। তড়িঘড়ি আহত পড়ুয়াদের উদ্ধার করে ঝাবুওয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছে। দুই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, আইসিইউতে ভর্তি রয়েছে। সাত থেকে আটজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

প্রসঙ্গত, অতীতে নাগরদোলায় আরও বিপত্তি ঘটেছিল। গতবছর নভেম্বর মাসে উত্তরপ্রদেশের কনৌজে নাগরদোলায় চলাকালীন এক বালিকা ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। মাধোনগর গ্রামে মেলায় গিয়েছিল ১৩ বছরের বালিকা অনুরাধা কাথেরিয়া। মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছিল অনুরাধা। মেলায় উপস্থিত ছিলেন তার আত্মীয়রাও। আচমকাই ঘটে দুর্ঘটনাটি। নাগরদোলায় আটকে যায় অনুরাধার চুল। তখনও নাগরদোলাটি ঘুরছিল। ঘুরতে ঘুরতে চুল পেঁচিয়ে অনুরাধার তালু ছিঁড়ে আসে। 

পুলিশ সূত্রে খবর, অনুরাধার চিৎকার শুনেই তড়িঘড়ি করে নাগরদোলা থামিয়ে দেন কর্মীরা। রক্তাক্ত অবস্থায় অনুরাধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার আরও অবনতি হলে লখনউয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল অনুরাধা। 

প্রতিবছর মাধোনগরে শ্রী শ্রী ১০০৮ স্বামী নিত্যানন্দ সেবা সমিতি দু'দিন ব্যাপী মেলার আয়োজন করে। সেই মেলাতে দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সূত্রে খবর, খোলা চুলে নাগরদোলায় উঠেছিল অনুরাধা। হাসপাতালে ভর্তি করা হলেও, তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল।