আজকাল ওয়েবডেস্ক: স্কুলেই দিনের পর দিন শ্লীলতাহানি। সিনিয়র পড়ুয়ার নির্যাতনে অতিষ্ঠ ছাত্রী। শ্লীলতাহানির পরে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন মেসেজ বার্তায় উত্যক্ত করার অভিযোগ। অবশেষে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১৩ বছরের ছাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। রবিবার পুলিশ জানিয়েছে, আকোলা এলাকায় ১৩ বছরের এক স্কুল ছাত্রী আত্মঘাতী হয়েছে। শুক্রবার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পরিবার। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের এক সিনিয়র ছাত্র লাগাতার উত্যক্ত করত তাকে। 

 

পুলিশ আরও জানিয়েছে, ওই স্কুলের এক দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লাগাতার ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে। পাশাপাশি নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মেসেজ পাঠিয়েও উত্যক্ত করত তাকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ১৫ বছর বয়সি পড়ুয়ার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরেই ঘরবন্দি ছিল ছাত্রী। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিল সে। দীর্ঘক্ষণ ছাত্রীর কোনও সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশীদের সাহায্য ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন সকলে। ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে। 

 

গত সপ্তাহে অন্য এক রাজ্যে আরও ভয়াবহ এক ঘটনা ঘটেছিল। স্কুলে পৌঁছতে সামান্য দেরি হয়েছিল। এর জেরেই কড়া শাস্তি খুদে ছাত্রীকে। স্কুল প্রাঙ্গণে ১০০ বার ওঠবোস করানো হয় তাকে। নির্মম শাস্তির জেরে স্কুলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। কিছুক্ষণেই মর্মান্তিক পরিণতি ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শিশু দিবসে। ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাই স্কুলে। শুক্রবার স্কুলে ১০ মিনিট দেরিতে পৌঁছনোর জন্য তাকে ১০০ বার ওঠবোস করানো এক শিক্ষক। ১০০ বার ওঠবোস করার পরেই কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর। 

 

জানা গেছে, সেদিন শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে ১২ বছরের নাবালিকা। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত নালাসোপারার এক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হতেই মুম্বইয়ের জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয় ছাত্রীকে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। 

 

মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলে শিক্ষকের নির্মম শাস্তির জেরেই তার মৃত্যু হয়েছে। ১০০ বার ওঠবোস করার সময় কাঁধেই ছিল তার স্কুল ব্যাগ‌। যে কারণে আরও যন্ত্রণায় কাতরাতে শুরু করে সে। এ ঘটনার পরেই স্থানীয়রা ও অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দ্য মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুঁশিয়ারি দিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করা পর্যন্ত স্কুল চালু করা যাবে না।