আজকাল ওয়েবডেস্ক: এক বা দুই নয়, একেবারে ১২টি টাওয়ার বসবাসের জন্য নিরাপদ নয়। দিল্লি হাউসিং সোসাইটির ১২টি টাওয়ারের বাসিন্দাদের খালি করার জন্য সময় দেওয়া হল ৭ দিন। উত্তর পশ্চিম দিল্লির মুখার্জি নগরের সিগনেচার ভিউ অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি উচ্ছেদ নোটিস দিয়েছে ইতিমধ্যে। বলা হয়েছে ওই অ্যাপার্টমেন্টের এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে এবং এল টাওয়ার বসবাসের অযোগ্য। এই অ্যাপার্টমেন্ট মূলত ২০০৭-২০০৯ সালে মোট ৩৩৬টি ফ্ল্যাট নিয়ে তৈরি হয়েছিল। রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, কর্তৃপক্ষ তাদের বাসস্থান নিরাপদ করে তোলার আগে পর্যন্ত সময়ের জন্য বাড়ির ভাড়া দিলে, তারা ফ্ল্যাট ছেড়ে দেবে।
